এক্সপ্রেসওয়েতে ওভারটেকের সময় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ১০
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৭-২৯ ১০:২০:৩৮
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ওভারটেক করতে গিয়ে বিদ্যুতের খুঁটিবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের নিমতলা চালতিপাড়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের সাব স্টেশন কর্মকর্তা মো. মাসুদ বলেন, গাড়ি দুটি ঢাকার অভিমুখে যাচ্ছিল। চালতিপাড়া এলাকায় বাসটি দ্রুত গতিতে ট্রাককে অতিক্রম করতে গিয়ে ট্রাকে থাকা খুঁটিতে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসচালকের সহকারীসহ কিছু যাত্রী আহত হয়েছে। আমরা পৌঁছানোর আগেই পাঁচজনকে সিএনজিচালিত অটোরিকশা করে ঢাকায় নেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বাকি আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এম জি