রুশোর ব্যাটে সমতায় প্রোটিয়ারা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৯ ১০:৫৮:৫২
রাইলি রুশোর ক্যারিয়ার সেরা অপরাজিত ৯৬ রান এবং চমৎকার বোলিং পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি–টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো ৫৮ রানে। বুধবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারীরা।
বাঁহাতি ব্যাটসম্যান রুশো এই সিরিজ দিয়ে ছয় বছর পর দক্ষিণ আফ্রিকার জার্সি পরেন। প্রথম ম্যাচে মাত্র ৪ রান করেন। পরের ম্যাচেই খেললেন ক্যারিয়ারসেরা ইনিংস। ৫৫ বলের ইনিংসে ছিল ১০ চার ও ৫টি ছক্কা। তার সঙ্গে রিজা হেনড্রিকস সিরিজ বাঁচানোর লড়াইয়ে ৩ উইকেটে ২০৭ রান করতে বড় অবদান রাখেন। টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন তিনি। ৩২ বলে ৫৩ রান আসে হেনড্রিকসের ব্যাটে, রুশোর সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ৭৩ রানের জুটি।
জবাবে স্বাগতিক ইংল্যান্ড উড়ন্ত সূচনা করলেও ছন্দ হারায়। তাবরাইজ শামসি প্রোটিয়াদের বোলিং আক্রমণে ছিলেন এগিয়ে। চার ওভার বল করে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। অ্যান্ডাইল ফেলুকোয়ায়োও সমান সংখ্যক উইকেট নেন।
চতুর্থ ওভারে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের (২৯) গুরুত্বপূর্ণ উইকেট নেন ফেলুকোয়ায়ো। বাটলারের পর আর কোনো ব্যাটসম্যান বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ফেলুকোয়ায়ো ও লুঙ্গি এনগিডি টেল এন্ডার গুটিয়ে দেন। ১৬.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় স্বাগতিকরা।
তিন ম্যাচের সিরিজ নির্ধারণ হবে শেষ টি-টোয়েন্টিতে। আগামী ৩১ জুলাই সাউদাম্পটনের রোজ বোলে হবে ম্যাচটি।
গত ২৭ জুলাই প্রথম ম্যাচে বাজে ফিল্ডিংয়ে ইংল্যান্ডকে ২৩৪ রান দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত থ্রি লায়নদের কাছে তারা হেরে যায় ৪১ রানে।
এম জি