যুক্তরাষ্ট্রে ৩ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৯ ১১:০৯:২৭
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে তিন সন্তানকে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জুলাই) অঙ্গরাজ্যটির পুলিশ ওই চারজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। খবর নিউ ইয়র্ক পোস্টের।
ড্যানবেরি পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন মার্ক উইলিয়ামস এক বিবৃতিতে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির মধ্যে ৩৬ বছর বয়সী সোনিয়া লোজা, তার তিন সন্তান, ৫ বছর বয়সী জোনায়েল প্যাঞ্জন, ১০ বছর বয়সী জোসেলিন প্যাঞ্জন এবং ১২ বছর বয়সী জুনিয়র প্যাঞ্জনকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনিও আত্মহত্যা করেন। তাদের সঙ্গে ওই বাড়িতে আরও দুইজন প্রাপ্ত বয়স্ক লোক ছিলেন।
পুলিশ জানায়, ৯১১-এ ফোনকল পাওয়ার পর বুধবার রাতেই ঘটনাস্থলে যায় তারা। সেসময় অপর দুই প্রাপ্ত বয়স্ক ব্যক্তি বাড়িতে ছিলেন না। তবে তাদের ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে পুলিশ সদস্যরা।
এম জি