দর বৃদ্ধির শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-৩০ ১০:৫১:১৪


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ফান্ডটির দর বেড়েছে ১৬ দশমিক ৪৯ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৬ কোটি ৬৫ লাখ ৭৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩২ লাখ ৯৫ হাজার ২০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ২৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১২ লাখ ৯২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মতিন স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ১০ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯৫ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৩ লাখ ৫ হাজার ৬০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– এনভয় টেক্সটাইলের ৯.৬০ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৮.২০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.৮৪ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৭.৪৫ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৭.২৬ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৭.১৪ শতাংশ এবং কাট্টালি টেক্সটাইলের শেয়ার দর ৬.০৬ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস