মিরসরাইয়ে ১১ জন নিহত: গেটম্যানের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-৩০ ১১:২৯:১০
চট্টগ্রামের মীরসরাইয়ে পূর্ব খৈয়াছড়া ঝর্ণা লেবেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা করেছে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)। শুক্রবার রাতে মামলা করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন।
এ সময় তিনি বলেন, ‘দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জিআরপি চট্টগ্রাম রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জহির ৩০৪ ধারায় মামলাটি দায়ের করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এনজে