করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-৩০ ১৭:১৪:৫২


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪ হাজার ৮৯২ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৮৮ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬.৬৪ শতাংশ। একদিনে ৭৬৩ জনসহ মোট ১৯ লাখ ৪১ হাজার ৫৪২ জন সুস্থ হয়েছেন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

এম জি