বজ্রপাতে কৃষকের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-৩০ ২০:১৯:২১
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ জুলাই) বিকেলে ওই ইউনিয়নের ঘোরদৌড় গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি হলেন, উপজেলার খানপুর ইউনিয়নের নলবাড়িয়া গ্রামের আজাহার আলীর ছেলে ফিজার হোসেন (৩৬)।
জানা গেছে, আজ শনিবার বিকেলে মাঠে আমন ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করার কাজ করছিলেন ফিজার হোসেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ফিজার হোসেনের শরীরের কিছু অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মোমিন মহসিন বলেন, আজ শনিবার বিকেলে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এ সময় মাঠে কাজ করছিলেন ফিজার হোসেন। পরে বজ্রপাতে তার মৃত্যু হয়।
এম জি