চলতি বছর ৮০০ টন স্বর্ণের চাহিদা থাকবে ভারতে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-৩১ ০৯:৫৯:২৫


চলতি বছর ভারতে স্বর্ণের চাহিদা ৮০০-৮৫০ টনের মধ্যে থাকবে। সম্প্রতি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ইন্ডিয়ার এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে ৮০ শতাংশ স্বর্ণের চাহিদা আসবে অলংকারের জন্য। এ বছর দেশটিতে স্বর্ণের চাহিদা ৮০০ টনের ওপরে থাকবে। এ বিষয়ে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ভারতের আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা সোমাসুন্দরম পিআর বলেন, কেন্দ্রীয় সরকারের ৫ শতাংশ শুল্ক বৃদ্ধিতে চাহিদায় কোনো বড় ধরনের প্রভাব পড়বে না।

গত বছর ভারতে স্বর্ণের চাহিদা ছিল ৭৯৭ টন। সোমাসুন্দরম পিআর জানান, রুপি ও ডলারের বিনিময় পর্যবেক্ষণাধীন রয়েছে। ডলারের বিপরীতে রুপির মান আরো হারালে আমদানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে ভারত সরকার।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্বর্ণ ভোক্তাদের দেশ ভারত। সুতরাং স্বর্ণের চাহিদাও দেশটিতে বেশি। এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে স্বর্ণের চাহিদা ৮৫০ টন পর্যন্ত হতে পারে। সোমাসুন্দরম বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে ভারতীয় স্বর্ণ পরিশোধকরা তাল মেলাতে পারলে ভারতীয় স্বর্ণের বারও বিনিময় সম্ভব

এনজে