মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-৩১ ১৪:৫৪:৩৮


মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্কিন আন্তর্জা‌তিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন ঢাকায় আসছেন। ভারত, বাংলাদেশ ও কুয়েত সফ‌রের অংশ হি‌সে‌বে আগামী ৬ আগস্ট বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধির ঢাকায় পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

কূট‌নৈ‌তিক সূত্রে এসব তথ্য জানা গে‌ছে। সূত্র জানায়, আগামী ২‌ থে‌কে ১০ আগস্ট মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন তিন দেশ সফর কর‌বেন। দেশগু‌লোর তা‌লিকায় র‌য়ে‌ছে- ভারত, বাংলা‌দেশ ও কু‌য়েত। আগামী ৬ আগস্ট তার ঢাকায় আসার কথা র‌য়ে‌ছে।

এ বিষয়ে কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, বাইডেন প্রশাসনের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফ‌রে ওয়া‌শিংট‌নের বহুপা‌ক্ষিক স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়ের পাশাপা‌শি বর্তমান বৈ‌শ্বিক প‌রি‌স্থি‌তি‌তে খাদ্য নিরাপত্তা ইস্যুটি গুরুত্ব পা‌বে। এছাড়া বৈ‌শ্বিক স্বাস্থ্য ব্যবস্থা, মানবা‌ধিকার ও রো‌হিঙ্গা ইস্যু থাক‌বে আলোচনার টে‌বি‌লে।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফ‌রে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা‌দের স‌ঙ্গে বৈঠক হ‌বে ব‌লে আশা করা হ‌চ্ছে।

এনজে