মোসাদ্দেকের ঘূর্ণিতে ধুকছে জিম্বাবুয়ে, নেই ৪ ইউকেট

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-৩১ ১৭:২৮:১০


জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে বোলিং করতে নেমে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ভালো শুরু করেছে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলে দুই উইকেট নেন মোসাদ্দেক। পরের ওভারে আউট করেন ক্রেগ আরভিনকে। এরপর ব্যক্তিগত তৃতীয় ওভারে ফেরান শন উইলিয়ামসকে।

জিম্বাবুয়ে ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন সিকান্দার রাজা ও মিলটন। ওপেনার রেগিস চাকাভা শূন্য করে ফিরেছেন। আরভিন করেছেন ১ রান। মেধেভেরে ৪ রান করে আউট হয়েছেন।

প্রথম টি-২০ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে স্বাগতিকরা ২০৫ রানের সংগ্রহ তোলে। সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্পিনার নাসুমের জায়গায় ফিরেছেন শেখ মাহেদি। তাসকিনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে হাসান মাহমুদকে।

বাংলাদেশ একাদশ: মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, নাজমুল শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, ক্রেগ আরভিন, ওয়েলসি মেধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রায়ান বার্ল, মিল্টন শুম্বা, লুক জনজি, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগ্রাভা, তানাকা চিভাঙ্গা।

এম জি