ইউসিবি ও এসএমই ফাউন্ডেশনে’র মধ্যে চুক্তি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-৩১ ১৮:২৮:০৬


ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ সম্প্রতি এসএমই ফাউন্ডেশন (এসএমইএফ) এর সাথে বিশেষ ঋণ কর্মসূচীর আওতায় স্বল্পসুদে এসএমই উদ্যোক্তাদের মেয়াদী ঋণ প্রদান বিষয়ক চুক্তি সাক্ষর করেছে।

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম এবং এসএমইএফের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শেখ মোহাম্মাদ সলিম উল্লাহ, সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, চেয়ারম্যান, এসএমইএফ, মোঃ শাহ আলম ভুঁইয়া, উপব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি, মোঃ মহসিনুর রহমান, এসভিপি ও এসএমই প্রধান, ইউসিবি এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এএ