‘বিএনপি জানমালে আঘাত করলে নিরাপত্তা বাহিনী চুপ থাকবে না’
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-৩১ ১৮:৫৪:৩৫
বিএনপি যখনই প্রতিবন্ধকতা তৈরি করবে বা জানমালে আঘাত করবে, তখন নিরাপত্তা বাহিনী চুপ করে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি রাজনৈতিক দল। তাদের কৌশল রয়েছে। তারা নির্বাচনে যাবে কি, যাবে না-এটা তাদের সিদ্ধান্ত। কিন্তু রাস্তাঘাট বন্ধসহ জানমালের ক্ষতি করবে, এটা আমরা করতে দেব না।
তিনি বলেন, বিএনপি নিয়মতান্ত্রিকভাবে যে সভা বা প্রচার করবে, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু তারা যখনই প্রতিবন্ধকতা তৈরি করবে বা জানমালে আঘাত করবে সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী চুপ থাকবে না, তাদের কাজ তারা করবে।
যেকোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টার দিকে আমরা খেয়াল রাখব জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতগুলো নাশকতা হয়েছে এই ১৫ আগস্টের পরে। ২১ আগস্ট নিশ্চয়ই ভুলে যাননি বা ১৭ আগস্টের কথাও নিশ্চয়ই ভুলে যাননি। সেটা মাথায় রেখে যাতে এ ধরনের নাশকতা না হয় আমাদের গোয়েন্দারা সেদিকে নজর রাখবে।
এ ছাড়া পতাকা বিধিমালা এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানান তিনি।
এম জি