সীমান্তে আফগানিস্তান-ইরান সংঘর্ষ, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-৩১ ২১:৫৬:০৪
আফগানিস্তান-ইরান সীমান্তে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের সীমান্তরক্ষী বাহিনী ও তালেবান বাহিনীর মধ্যে সংঘর্ষে আফগানিস্তানের পার্শ্বে একজন নিহত হয়েছেন।
আফগানিস্তানের নিমরোজ প্রদেশের পুলিশের একজন কর্মকর্তা বলেন, আমাদের একজন নিহত ও একজন আহত হয়েছেন। এখন পর্যন্ত সংঘর্ষের কারণ জানা যায়নি।
ইরানের হিরমান্দ এলাকার গভর্নর মাইসাম বারাজানদেহ ফার্স নিউজকে বলেন, সংঘর্ষ শেষ হয়েছে। তাদের কেউ নিহত হননি বলে জানান তিনি।
ইরানের তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, ইরানের সীমানা হিসেবে বিবেচিত এমন জায়গায় আফগানিস্তানের বাহিনী পতাকা উত্তোলন করলে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, আফগান সাইডে সীমান্তে বসবাসকারীরা সংঘর্ষ তীব্র হওয়ার পর নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যান।
এম জি