ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-০৮ ২১:৩৫:৩৮
ভোলায় ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় নাজমুল হাসান নাহিদ (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৮ আগস্ট) দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলার জয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রতনপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। সে বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাজমুল হাসান বোরহানউদ্দিনে তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করতো। সোমবার দুপুরের দিকে সে দুপুরের খাবার খেতে বাইসাইকেলের করে স্কুল থেকে খালার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বোরহানউদ্দিনের জয়া সড়কে এলে ভোলা থেকে চরফ্যাশনগামী ফায়ার সার্ভিসের একটি গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন। বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহাতাব হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এম জি