‘হজে যেতে নিবন্ধন করতে হবে অনলাইনে’
আপডেট: ২০১৬-০৩-১২ ১৯:৫৬:১৮
চলতি বছর থেকে হজে যেতে আগ্রহী ব্যক্তিকে প্রথমে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী ৯ম হজ ও ওমরাহ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এ মেলা চলবে আগামী ১৪ মার্চ সোমবার পর্যন্ত। মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পযর্ন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় দেড় শতাধিক হজ এজেন্সি অংশ নিয়েছে।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, এ বছর থেকে হজে যেতে আগ্রহী ব্যক্তিকে প্রথমে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর নির্ধারিত অর্থ অনলাইনের মাধ্যমে (ই-পেমেন্ট) পরিশোধ করতে হবে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির নামে রেজিষ্ট্রেশনের ভিত্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই ভিসা এন্ট্রি হবে। আগামী ২০ মার্চ প্রাক-নিবন্ধনের মাধ্যমে এ বছরের হজ কার্য়ক্রম শুরু হবে বলে জানান তিনি।
মতিউর রহমান বলেন, প্রাক-নিবন্ধনের জন্য আইটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় সফটওয়ার প্রস্তুত, স্থাপন এবং তা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ অফিস, ডিসি অফিস, ইসলামিক ফাউন্ডেশন, হাব, ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি বলেন, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ যাত্রী হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারিভাবে ১০ হাজার জন যাবেন। আর বাকি ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারিভাবে যাবেন। এতে প্রতি জনের খরচ হবে প্রায় ৩ লাখ ৫ হাজার টাকা।
এবার হজে কোনো ধরণের অনিয়ম, দুর্নীতির আশ্রয় নিলে সংশ্লিষ্ট হজ এজেন্সিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন ধর্মমন্ত্রী। অনুষ্ঠানে আরও ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বজলুল হক হারুন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল, হাব সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার ও মহাসচিব শেখ আব্দুল্লাহ প্রমুখ।
সানবিডি/ঢাকা/আহো