বাণিজ্য পোর্টাল চালু হচ্ছে আজ

প্রকাশ: ২০১৬-০৩-১৩ ১২:৪৯:৪৪


Import-Exportবাংলাদেশ বাণিজ্য পোর্টাল নামের একটি ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে চালু করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সাইটের উদ্বোধন করবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তৈরি জাতীয় ট্রেড পোর্টালের পণ্য রফতানি ও আমদানি সম্পর্কিত সব প্রাসঙ্গিক তথ্যের হালনাগাদ সংস্করণ পাওয়া যাবে। এই ওয়েবসাইটে আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্ক, বিভিন্ন অনুমোদন, লাইসেন্স এবং কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য আবেদনের পদ্ধতিসহ রফতানি ও আমদানি-সংক্রান্ত যেকোনো তথ্য বিস্তারিত থাকবে। এ ছাড়াও এতে আমদানি-রফতানি সম্পর্কিত আইন ও বিধি-বিধান কাস্টমস্ শুল্ক, বাণিজ্য বিষয়ক বিভিন্ন দলিলপত্র প্রক্রিয়াকরণে উপায়, লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া, বাণিজ্যবিষয়ক বিভিন্ন ফরম ও সংশ্লিষ্ট অন্যান্য হালনাগাদ তথ্য পাওয়া যাবে।
এ ওয়েবসাইটের মাধ্যমে মূলত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও অন্যান্য বাণিজ্য-সংক্রান্ত সংস্থার স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত যাবতীয় তথ্য একটি ওয়েবসাইটে উপস্থাপন করা হচ্ছে। সরকারের তথ্য অধিকার আইন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং বিশ্ববাণিজ্য সংস্থার (ডবি্লউটিও) বাণিজ্য সম্প্রসারণ চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে এ ওয়েবসাইট বানানো হয়েছে।
এতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্পর্কে আরও বিশেষভাবে জানতে লিঙ্ক দেওয়া থাকবে। এ ওয়েবসাইটের ঠিকানা http://www.bangladeshtradeportal.gov.bd আমদানি ও রফতানির প্রক্রিয়া এবং বাংলাদেশ ভ্রমণের বিষয়ে জানতেও এতে আলাদা লিঙ্ক দেওয়া রয়েছে। পাশাপাশি এ সাইটে সচরাচর জিজ্ঞাসা বারে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর রয়েছে। এর বাইরে জানার জন্য আলাদা ফরম জমা দিয়ে উত্তর পাওয়ার সুযোগ রয়েছে। বাংলা ও ইংরেজি দুই ভাষায় এ ওয়েব পোর্টালটি চালু করা হচ্ছে।
সানবিডি/ঢাকা/এসএস