বাংলাদেশ বাণিজ্য পোর্টালের উদ্বোধন
আপডেট: ২০১৬-০৩-১৩ ২১:০৭:১৮
বাংলাদেশ বাণিজ্য পোর্টাল নামের একটি ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ রোববার বিকাল ৩টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সাইটের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এম পি। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রোগাম ম্যানেজার এম মাশরুর রিয়াজ, এফবিসিসিআই এর সভাপতি জনাব আব্দুল মতলুব আহমেদ, জনাব হেদায়েতুল্লাহ আল মামনসহ বিশিষ্ট ব্যবসায়ী ও সম্মানীয় ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শোষণমুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তিনি নেই, তার অবর্তমানে তারই সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হয়েছে। তারই স্বাক্ষর বহণ করে আজকের এই বাণিজ্য পোর্টাল।
মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার ব্যবসায়ীবান্ধব সরকার। ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে সরকার বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করছে।
তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের মডেল হিসেবে পরিণত হয়েছে। মাননীয প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। বর্তমানে বাংলাদেশের জাতীয় আয়ের শতকরা বাণিজ্য থেকে আসে জানিয়ে তিনি বলেন বাংলাদেশ ধীরে ধীরে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ বাণিজ্য পোর্টালের মাধ্যমে সরকার এবং জনগণের মধ্যে দূরত্ব আরো কমে আসবে।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তৈরি জাতীয় ট্রেড পোর্টালের পণ্য রফতানি ও আমদানি সম্পর্কিত সব প্রাসঙ্গিক তথ্যের হালনাগাদ সংস্করণ পাওয়া যাবে। এই ওয়েবসাইটে আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্ক, বিভিন্ন অনুমোদন, লাইসেন্স এবং কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য আবেদনের পদ্ধতিসহ রফতানি ও আমদানি-সংক্রান্ত যেকোনো তথ্য বিস্তারিত থাকবে। এ ছাড়াও এতে আমদানি-রফতানি সম্পর্কিত আইন ও বিধি-বিধান কাস্টমস্ শুল্ক, বাণিজ্য বিষয়ক বিভিন্ন দলিলপত্র প্রক্রিয়াকরণে উপায়, লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া, বাণিজ্যবিষয়ক বিভিন্ন ফরম ও সংশ্লিষ্ট অন্যান্য হালনাগাদ তথ্য পাওয়া যাবে।
এ ওয়েবসাইটের মাধ্যমে মূলত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও অন্যান্য বাণিজ্য-সংক্রান্ত সংস্থার স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত যাবতীয় তথ্য একটি ওয়েবসাইটে উপস্থাপন করা হচ্ছে। সরকারের তথ্য অধিকার আইন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং বিশ্ববাণিজ্য সংস্থার (ডবি্লউটিও) বাণিজ্য সম্প্রসারণ চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে এ ওয়েবসাইট বানানো হয়েছে।
এতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্পর্কে আরও বিশেষভাবে জানতে লিঙ্ক দেওয়া থাকবে। এ ওয়েবসাইটের ঠিকানাhttp://www.bangladeshtradeportal.gov.bd আমদানি ও রফতানির প্রক্রিয়া এবং বাংলাদেশ ভ্রমণের বিষয়ে জানতেও এতে আলাদা লিঙ্ক দেওয়া রয়েছে। পাশাপাশি এ সাইটে সচরাচর জিজ্ঞাসা বারে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর রয়েছে। এর বাইরে জানার জন্য আলাদা ফরম জমা দিয়ে উত্তর পাওয়ার সুযোগ রয়েছে। বাংলা ও ইংরেজি দুই ভাষায় এ ওয়েব পোর্টালে তথ্য পাওয়া যাবে।
সানবিডি/ঢাকা/আহো