পদত্যাগ করছেন গভর্নর
আপডেট: ২০১৬-০৩-১৫ ১৫:৩৩:২৬
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সমালোচনার মুখে গভর্নরের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আতিউর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিগগির প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি।
সূত্র আরও জানিয়েছে, প্রধানমন্ত্রীর অনুমতি পেলে শিগগির পদত্যাগ করবেন গভর্নর আতিউর রহমান।
দুই মেয়াদে টানা প্রায় সাত বছর ধরে কেন্দ্রীয় ব্যাংক প্রধানের দায়িত্ব পালন করছেন আতিউর রহমান। এ সময়ে আর্থিক অন্তর্ভূক্তিমূলক কাজের জন্য ব্যাপক প্রশংসিত হলেও সোনালী-বেসিক ঋণ কেলেঙ্কারিসহ ব্যাংকিং খাতে নানা অনিয়মের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। সর্বশেষ নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে গচ্ছিত রিজার্ভ চুরির প্রেক্ষিতে তাকে সরে দাঁড়াতে হচ্ছে।
গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফেডারেল রিভার্ভের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার শ্রীলঙ্কা ও ফিলিপাইনে স্থানান্তরিত করে দুর্বৃত্তরা। এর প্রায় একমাস পরে ফিলিপাইনের ইনকোয়ারার পত্রিকায় অর্থ পাচার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের রিজার্ভ চুরির বিষয়টি ফাঁস হয়। এসময় পর্যন্ত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অবহিত না করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন গভর্নর আতিউর রহমান।
অর্থ চুরির বিষয়টি অবিহিত না করার বিষয়ে গভর্নরের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল ভারত থেকে দেশে ফিরেছেন গভর্নর আতিউর রহমান। দেশে ফিরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
২০০৯ সালের ১ মে থেকে বাংলাদেশ ব্যাংকের ১০ম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আতিউর রহমান। আগামী ২ আগস্টে ৬৫ বছর পূর্ণ হতে চলায় গভর্নর হিসেবে তার দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।