হোমমেইড ফুড ও জামদানির সফল উদ্যোক্তা শাহনাজ পারভীন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২৮ ১৪:৪৫:৪০
২০২০ সালে মহামারি করোনাকালীন পরিস্থিতিতে সফলতার স্বপ্ন নিয়ে নিজ উদ্যোগ শুরু করেছিলেন শাহনাজ পারভীন । তিনি কাজ করেন হোমমেইড ফুড ও অরিজিনাল ঢাকাই জামদানি নিয়ে। সকল বাঁধা-বিপত্তি পেরিয়ে বর্তমানে তিনি একজন সফল অনলাইন উদ্যোক্তা।
উদ্যোক্তা হিসেবে নিজের কাজ শুরুর বিষয়ে জানতে চাইলে শাহনাজ পারভীন সানবিডি২৪.কম কে জানান, ২০২০ এর জুলাইতে যখন উদ্যোগ শুরু করেছিলাম তখনও জানতামনা সফল হতে পারবো কিনা!! তবে নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল আর ছিল দৃঢ় প্রত্যয় কাজের প্রতি নিষ্ঠা আর সততা।আজ ২০২২ এ এসে জোর গলায় বলতে পারি আমি কিছুটা হলেও সফল আজ আমাকে অনেকেই অনুকরণ করে বাহিরে গেলে স্কুলে গেলে ভাবিরা এসে জিজ্ঞেস করে কিভাবে সম্ভব করলেন এসব কিভাবে হতে পারলেন একজন উদ্যোক্তা? ডাক্তার,ইঞ্জিনিয়ার, সচীব,শিক্ষক, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই আছেন আমার কাস্টমার লিস্টে প্রতিদিন পাচ্ছি নতুন রেফারেন্স কাস্টমার এসব প্রাপ্তী আমার কাছে অনেককিছু। যে আমি ছিলাম একজন গৃহিণী যার ছিলনা কোনো পরিচয় আজ যখন আমার কাস্টমার কল দিয়ে বলেন আপনি কি Alley’s kitchen এর ওনার শাহনাজ বলছেন? তখন যে একটা অনুভূতি হয় সেটা বোঝানো যাবেনা।
দুই বছরের কাজের মাধ্যমে যে আত্মবিশ্বাস অর্জন করতে পেরেছি তার পরিপ্রেক্ষিতে এই বছর আমি আরো একটি উদ্যোগ শুরু করেছি আমাদের হাজার বছরের ঐতিহ্য ঢাকাই জামদানী নিয়ে। Alley’s Attire নামে আমি নতুন একটি পেইজ খুলেছি। আলহামদুলিল্লাহ সেখানেও ভালো সাড়া পাচ্ছি যার কারণে কাজের প্রতি ডেডিকেশনটা আরো বেড়ে গিয়েছে।
আমরা নারী আমরাই পারি এই মন্ত্রে উজ্জীবিত হয়ে প্রতিটি নারীকে স্বাবলম্বী হওয়া উচিত বলে আমি মনে করি।
আইডিয়া বাংলাদেশ থেকে উদ্যোক্তা কথন গল্প প্রতিযোগিতায় ১০০ জন উদ্যোক্তার গল্প নিয়ে “শূণ্য থেকে সংখ্যায় ” শিরোনামে একটা বই প্রকাশিত হয় যেখানে আমার গল্পটাও ছাপা হয় যেটা আমার অনেক বড় অর্জন বলে আমি মনে করি।
এনজে