গভর্নর হয়েও খনি শ্রমিকের মতোই কাজ করেছি

প্রকাশ: ২০১৬-০৩-১৫ ১৬:৪৮:৫২


Atiur Rahmanরিজার্ভের টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছায় পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ‘গভর্নর হয়েও আমি একজন খনি শ্রমিকের মতোই কাজ করেছি। তিলে তিলে ব্যাংকিং খাতকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কখনোই নিজেকে গর্ভনর হিসেবে আলাদা করে ভাবিনি।’

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পদত্যাগপত্র তুলে দেয়ার পর দুপুরে গুলশানস্থ গর্ভনর হাউজে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘বিপর্যয় থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যেতে হয়। রানা প্লাজা ধ্বংসের ঘটনায় অনেকেই মনে করেছিলো দেশের অর্থনীতিতে ধস নামতে পারে। কিন্তু তখনো আমি সবাইকে বলেছিলাম- আমরা ভুল থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যেতে চাই।’

তিনি আরো বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার প্রতি আমার নিরঙ্কুশ আনুগত্য। আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও বরাবরের মতোই সবার সাথেই আছি এবং থাকবো।’