দ্রব্যমূল্যের বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ২০১৬-০৩-১৫ ২০:৫২:৩৯


fd477812bf12a5c67c6ffac510cf0f83-32বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমানে দ্রব্যমূল্যের বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এখন আর বাজার নিয়ে কোনো কথা বলতে হয় না। আজ মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারের টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ভবনে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৬’ উপলক্ষে অ্যান্টিবায়োটিকযুক্ত খাদ্যকে ‘না’বলুন প্রতিপাদ্যকে সামনে নিয়ে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন।

সেমিনারের আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

ভোক্তা অধিকার সংরক্ষণে সরকার সবকিছু করছে মন্তব্য করে মন্ত্রী বলেন, আমরা ফরমালিন আইন করেছি, ফরমালিন নিয়ে এখন কেউ কথা বলেন না। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া এই অধিদপ্তর এবং ক্যাবের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

বাংলাদেশ এখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তোফায়েল বলেন, আমরা এখন সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ। আমরা সবকিছুতে এগিয়ে যাচ্ছি। ২০২১ সালে শুধু তৈরি পোশাকের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরে আমাদের রপ্তানি হবে ৩৪ বিলিয়ন মার্কিন ডলার। আমাদের রিজার্ভ হয়েছে ২৮ বিলিয়ন মার্কিন ডলার। আমরা ক্রিকেট খেলায়ও এগিয়ে যাচ্ছি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডীন আ ব ম ফারুক।

খাদ্যে অ্যান্টিবায়োটিকের কুফল তুলে ধরে তিনি বলেন, অ্যান্টিবায়োটিক কখনই কোনো রোগ প্রতিরোধ করতে পারে না। রোগ হয়ে গেলে সেই জীবাণুকে মারতে পারে। অথচ আমাদের দেশে ও বিদেশে ক্যাটল ফিড, পোল্ট্রি ফিড ও ফিস ফিডের অনেক কোম্পানি তাদের উৎপাদিত ফিডগুলোতে অনাবশ্যকভাবে প্রাণিদেহ ও মানবদেহে ব্যবহার্য উভয় ধরনের অ্যান্টিবায়োটিক মেশাচ্ছে। কোনো অসুখ ছাড়া সামান্য পরিমাণ অ্যান্টিবায়োটিক প্রাণি খাবারে মিশিয়ে দেওয়ার ফলে এসব প্রাণির শরীরে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট জীবাণু জন্মাচ্ছে। যা মানুষের শরীরেও ছড়াচ্ছে।

অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের ভয়াবহতা তুলে ধরে এই গবেষক বলেন, এই সংকট এখনই থামানো না গেলে পৃথিবীময় সমগ্র মানব-সভ্যতা অদূর ভবিষ্যতে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। কোনো জটিল সংক্রামণ নয়, অতি সাধারণ সংক্রমণেই মানুষ মারা যেতে থাকবে।

সেমিনারে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে আরও ছিলেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ভারতের কনজুমারস অ্যাক্টিভিটিজ অমৃত লাল সাহা প্রমুখ।

সানবিডি/ঢাকা/আহো