বীমা কোম্পানিগুলো কীভাবে প্রতারণা করে চিন্তাও করতে পারবেন না: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-১৮ ১৮:১৪:২১


কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলাম। ইন্স্যুরেন্সের সাথে অনেক চেষ্টা করেছি কাজ করার। আমি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম যে, আপনাদের যারা প্রিমিয়াম দিয়েছেন এবং বীমা দাবি বা ক্ষতিপূরণ পান না; ৮ হাজার মানুষ আবেদন করেছিল। তাদেরকে এনে আমরা বাছাই করি যে, কী ধরণের বিড়ম্বনা, কীভাবে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যন্ত্রণা দেয়; কীভাবে তাদেরকে প্রতারণা করে, চিট করে চিন্তাও করতে পারবেন না।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘প্রাণিসম্পদ খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে চতুর্থ শিল্পবিল্পব প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে ‘আদর্শ প্রাণিসেবা লিমিটেড’।

বীমা গ্রাহকদের অভিযোগের একটি শুনানির কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, একটা ইন্স্যুরেন্স কোম্পানির কেউ আসেনি, ছেলে এসেছে; ম্যানেজিং ডাইরেক্টর/ মালিক সে জবাব-ই দিতে পারছে না যে, কেন পরিশোধ করেনি- এতো কঠোরভাবে আমরা কথা বলেছি। পরের দিনে গিয়ে সেই টাকা শোধ করেছে। আমরা বলেছি কালকে গিয়েই এ টাকা পরিশোধ করবেন।

বীমা কোম্পানিগুলোর মালিকদের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, তারা এতো সংগঠিত যে, আমার ওপর এতো প্রেসার (চাপ) এসেছে! আমি গণশুনানি করতে চেয়েছিলাম যে, তাদেরকে আমি ডাকব বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এই ৮ হাজার গ্রাহককে ডাকব এবং বীমা কোম্পানির মালিকরা থাকবেন। সেখানে এই তথ্যগুলো/ সমস্যাগুলো যেগুলো খুবই একটিভ, খুবই সিরিয়াস সমস্যা সেগুলো আমরা আলোচনা করব।

তিনি বলেন, ইন্স্যুরেন্স যে কতটা গ্রাহকবান্ধব সেটি আমাদের বিবেচনা করা প্রয়োজন এবং কেন যে মানুষ ইন্স্যুরেন্সে আসে না সেটিও আমাদের দেখতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ হারুন পাশা বলেন, ২০৪১ সালে দেশ একটি উন্নত দেশ হবে। যার একটি গরু আছে, সেও উন্নত দেশের নাগরিক হবে। কৃষি উদ্যোক্তাদের কৃষি ঋণ পরিশোধে অ্যাটিচিউড চেঞ্জ করতে হবে।

তিনি বলেন, বিমার ব্যাপারে আমরা সচেতন না। বিমাবান্ধব হতে হবে। এদেশে ৮১টি বিমা কোম্পানি আছে। কিন্তু, সে অনুপাতে পলিসি গ্রহণ করছে না মানুষ। জিডিপিতে বিমার অবদান মাত্র ০.৫ শতাংশ। আমরা এই খাতে পিছিয়ে আছি।

শাইখ সিরাজ বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ করতে গিয়ে দেখেছি, ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। বাংলাদেশে কৃষি একটা বড় ভূমিকা রাখলেও, এই খাতে ইন্স্যুরেন্স তত বেশি জনপ্রিয় না। আদর্শ প্রাণীসেবা এটা নিয়ে কাজ করছে।

এর আগে, দুটি সেশনে বিভক্ত আলোচনা সভার প্রথম সেশনে আলোচনা করেন ব্যাংক এশিয়ার সাবকে ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, ড. মো. গোলাম রাব্বানী, ইমপ্যাক্ট বিজনেসের নির্বাহী সহকারী চেয়ারম্যান শুভাশীষ বড়ুয়া, বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার হামিদ, বেসিসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এ কে এম ফাহিম মাশরুর।

এএ