ফের কমছে তেলের দর

প্রকাশ: ২০১৬-০৩-২২ ১১:৪১:২৫


oil-price-600x371আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দরের সমীকরণ যেন শেষই হচ্ছে না। আজ বাজার ভালো তো কাল খারাপ। এক কার্যদিবস আগেও দর ছিল উর্ধ্বমুখী। কিন্তু এ পথে এবার বাগড়া দিচ্ছে মার্কিন তেল কোম্পানি।

বিবিসির এক খবরে বলা হয়েছে, টানা ৩ মাস উৎপাদন কমানোর পর গত সপ্তাহে আবারও তেলের সরবরাহ বাড়িয়েছে মার্কিন কোম্পানিগুলো। নতুন করে তেলের উৎপাদন বাড়ানোর আশঙ্কায় গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো তেলের বাজার হোঁচট খেয়েছে।

এদিন আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল অপরিশোধিত হালকা উন্নত মানের ক্রুড শ্রেণির তেলের দর ১.৪ শতাংশ কমে ৩৮.৮৯ ডলারে বিক্রি হয়েছে। চলতি মাসের শুরুতে এই দরে পৌঁছেছিল তেল বাজার।

আর উন্নত মানের অপরিশোধিত ব্রেন্ট ক্রুড শ্রেণির তেল বিক্রি হয় ব্যারেলপ্রতি ৪০.৮৭ ডলারে। গত কার্যদিবসের চেয়ে যা ৩৩ সেন্ট কম।

এর আগে গত সপ্তাহে এ শ্রেণির তেলের দাম উঠে ব্যারেলপ্রতি ৪২.৫৪ ডলারে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে তেলের অতিরিক্ত সরবরাহ থাকায় গত দেড় বছরে পণ্যটির দর ৭০ শতাংশ কমে যায়। এতে চরমভাবে ধাক্কা খায় এর উৎপাদক দেশগুলো। শেষ পর্যন্ত বেশকিছু দেশ তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে একমত হয়। এ উদ্যোগ সম্প্রতি বাজার আবার ঘুরে দাঁড়াতে থাকে।