ট্রেজারি কর্মকর্তাদের পাসপোর্ট সংরক্ষণের নির্দেশ গভর্নরের

প্রকাশ: ২০১৬-০৩-২৩ ১৯:১৩:১৬


fajle-kabiব্যাংকিং খাতের ঝুঁকি এড়াতে বেসরকারি ব্যাংকগুলোর বৈদেশিক লেনদেন (ট্রেজারি) কর্মকর্তাদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ফজলে কবির।

বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে বেসরকারি ব্যাংকের মালিকদের সংগঠনের (বিএবি) নেতাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠকের পর বিএবির সভাপতি নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের জানান, ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের দিকে নজর রাখার নির্দেশনা দিয়েছেন গভর্নর।

এছাড়া এসব কর্মকর্তাদের নিয়োগ দেয়ার সময় পাসপোর্টসহ অন্য সব কিছু যাচাই-বাছাই করে তা সংরক্ষণেরও পরামর্শ দিয়েছেন তিনি। নজরুল ইসলাম বলেন, ‘এটিএম বুথের অর্থ পুরোপুরি নিরাপদ এ কথা বলা যাবে না। তবে আমরা সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছি।’ ‘ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

এ কারণে সবাই সজাগ থাকবে। রিজার্ভ থেকে শুধু ৮০০ কোটি টাকা চুরি নয়, আমাদের আরও অনেক টাকা চলে যেতে পারতো’ যোগ করেন তিনি।