গণমানুষের জন্য ডেলটার গণ-গ্রামীণ বীমা
প্রকাশ: ২০১৬-০৩-২৪ ১৮:১৬:৩০
গ্রামীণ দরিদ্র এবং স্বল্প আয়ের মানুষের জন্য ক্ষুদ্র বিমার নতুন পণ্য ‘গণ-গ্রামীণ বিমা’ নিয়ে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এতে মাসিক সঞ্চয় হিসেবে প্রতি মাসে ন্যূনতম ১০০ টাকা জমা দিয়ে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার নিশ্চয়তা দিচ্ছে কোম্পানিটি।
১৯৮৮ সালে এই বীমার কার্যক্রম শুরু হয়।প্রিমিয়াম অনেক কম থাকায় এবং মাসিক কিস্তি দেয়ার সুযোগ থাকায় স্বল্প আয়ের মানুষদের জন্য এই পলিসি গণমানুষ বান্ধব বলে মনে করছে ডেলটা লাইফের কর্মকর্তারা।
ডেলটা লাইফের জুনিয়র এসিস্টান্ট ভাইস প্রেসিডেন্ট মো. শরিফ হোসাইন ভূঁইয়া বলেন, মেলায় আমরা সাধারণ মানুষদের মধ্য বীমা সর্ম্পকে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছি। বীমা সর্ম্পকে মানুষের যে সকল নেগিটিভ ধারনা আছে তা দূর করার লক্ষ্যই আমাদের এই মেলা।
তিনি বলেন, আমরা মেলায় ৫টি মৃত্যুদাবীর চেক হস্তান্তর করেছি। আমরা বীমার দাবীগুলো দ্রুত নিস্পত্তি করে থাকি। আমাদের কাছে কোন বীমার অভিযোগ আসলে আমরা দ্রুত আমলে নেই এবং সাথে সাথে পদক্ষেপ নেই।
ডেলটা লাইফের গণ-গ্রামীণ বিমা পরিকল্পে বিমাকৃতের বয়স (পলিসি নেওয়ার শুরুতে) সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৫৩ বছর। এছাড়া মেয়াদপূর্তিতে সর্বোচ্চ ৬৫ বছর। ১২ থেকে ২৫ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের পলিসি গ্রহণ করা যাবে।
এই পরিকল্পে মাসিক প্রিমিয়াম কিস্তি ৫০ টাকার গুণিতক হবে। তবে প্রিমিয়ামের কিস্তি ১০০ টাকার কম হবে না। বিমার বয়স, পলিসির মেয়াদ এবং প্রিমিয়ামের ওপর ভিত্তি করে বিমাঙ্ক নির্ধারিত হবে। তবে সর্বোচ্চ বিমাঙ্ক হবে ১ লাখ টাকা।
ডেলটা লাইফের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ উদ্দিন অর্থসূচককে বলেন, প্রচলিত ও নতুন ধরণের বিমা পরিকল্পের মাধ্যমে ডেলটা লাইফ জীবন বিমায় বিভিন্ন শাখায় তার কার্যক্রম বিস্তৃত করছে। একক বিমা, গ্রুপ বিমা, স্বাস্থ্য বিমা ছাড়াও স্বল্প আয়ের মানুষের জন্য উদ্ভাবিত গণ-গ্রামীণ বিমা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক জনপ্রিয়।
এই মেলা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে মেলা।
রাষ্ট্রায়ত্ত্ব বিমা কর্পোরেশেনসহ দেশি-বিদেশি মোট ৫০টি কোম্পানি মেলায় অংশগ্রহণ করেছে। এছাড়া বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির একটি মেডিকেল স্টল রয়েছে।
উল্লেখ্য, নিরাপদ ভবিষ্যতের জন্য বিমা’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘বিমা মেলা-২০১৬’। দেশে প্রথমবারের মতো বিমা মেলার আয়োজন করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। প্রধান অতিথি হিসেবে বিমা মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সানবিডি/ঢাকা/এসএস