যে কারণে বন্ধ ছিলো ডিএসইর লেনদেন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-১০-৩০ ১১:৫০:৪২


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন শুরুতেই বিপর্যয়ে পড়ার কারণে যথা সময়ে লেনদেন শুরু হতে পারেনি।ডিএসই নোটিশ দিয়ে তা আগেই জানিয়ে রেখেছিল। তখন বলা হয়েছিল সার্ভার ত্রুটির কথা। সমস্যা কাটিয়ে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় লেনদেন শুরু।

সার্ভার ত্রুটি নয় সার্কিট ব্রেকার সংক্রান্ত ভুলের জন্য লেনদেন বন্ধ ছিল বলে ডিএসই সূত্র জানিয়েছে।

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন বন্ধ থাকার জন্য কোন প্রযুক্তিগত ত্রুটি নেই। ডিএসইর মার্কেট অপরেশন ভুলবশত ৭০টি সিকিউরিটিজের পরিবর্তে সব সিকিউরিটিজের উপর সার্কিট ব্রেকার আরোপের ফলে মার্কেট বন্ধ রাখা হয়ে। এই ভুল সংশোধনের করে মার্কেট সকাল সাড়ে ৯টার পরিবর্তে বেলা ১১টায় মার্কেট চালু করা হয়। যা দুপুর ২ টা ৩৫ মিনিট পর্যন্ত চলবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস