সিইসির বিরুদ্ধে মানহানি মামলার ঘোষণা ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০১ ১০:৫১:১২


পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতানকে আদালতে দাঁড় করাবেন বলে হুঁশিয়ারে উচ্চারণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খান।

সিকান্দার সুলতানের বিরুদ্ধে ১ হাজার কোটি রুপির মানহানি মামলার ঘোষণাও দেন ইমরান খান।

সোমবার চতুর্থ দিনের মতো পিটিআই নেতাকর্মীসহ লং মার্চ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় না। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রমাণে সরকারের প্রতি চ্যালেঞ্জ জানান তিনি।
পাকিস্তানের বিরোধী নেতা ইমরান খান আরও বলেন, আদালতে যখন প্রমাণিত হবে আমি অবৈধ কিছু করেছি, রায়ের অপেক্ষা করবো না। সরে যাবো। তবে সিকান্দার সুলতান, আমি আপনাকে অবশ্যই আদালতে দাঁড় করাবো। এবং ক্ষতিপূরণের অর্থ আদায় করবো। যাতে ভবিষ্যতে অন্যপক্ষের উস্কানিতে কারও সুনাম ধ্বংসের পাঁয়তারা না করেন।

সূত্র : জিও টিভি