টি-টোয়েন্টি বিশ্বকাপ
নেডারল্যান্ডসকে ফিল্ডিংয়ে পাঠাল জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০২ ১০:১৪:৪৩
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। বুধবার অ্যাডিলেডের ওভালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক।
ডাচদের হারিয়ে সেমিতে খেলার পথে আরও একধাপ এগিয়ে যেতে চায় রোডেশিয়ানরা। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে ছিটকে গেছে ডাচরা। তবুও তারা চায় অন্তত একটি ম্যাচে জয় তুলে নিতে।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে নিশ্চিত হার থেকে রক্ষা পায় জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে তারা। পরের ম্যাচে বড় চমক দেখায় জিম্বাবুয়ে। হট ফেভারিট পাকিস্তানকে ১ রানে হারিয়ে দেয় আরভিন-রাজারা।
তৃতীয় ম্যাচে বাংলাদেশের সঙ্গে আর পারেনি জিম্বাবুয়ে। ৩ রানে ম্যাচ হেরে যায় দলটি। ৩ খেলা শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে এখন জিম্বাবুয়ে। সমানসংখ্যক ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৫, ভারত-বাংলাদেশের সংগ্রহ পয়েন্ট ৪ করে।
নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলে দক্ষিণ আফ্রিকার সমান পয়েন্ট হবে জিম্বাবুয়ের। তখন অন্যান্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়েকে।
এ পর্যন্ত টি-টোয়েন্টিতে চারবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। জিম্বাবুয়ের জয় ২টিতে ও নেদারল্যান্ডসের জয় ১টিতে। ১টি ম্যাচ টাই হয়। টাই ম্যাচে সুপার ওভারে জয় পায় জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে সর্বশেষ দেখা হয়েছিল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের। ফাইনালে ৩৭ রানে জিতেছিল জিম্বাবুয়ে।
এম জি