শ্বশুরের বয়স্ক ভাতার কার্ড নিয়ে বিরোধ, শ্যালককে খুন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-০২ ১৪:২৫:৫৬


নেত্রকোণা সদরে শ্বশুরের বয়স্ক ভাতার কার্ডকে কেন্দ্র করে ভগ্নিপতি দায়ের কোপে শ্যালক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার চল্লিশা ইউনিয়নের রায়দুম বাগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুস সালাম (৫৫) ওই গ্রামের মৃত রুমালি মিয়ার ছেলে, পেশায় শ্রমিক।

অভিযুক্ত আবুল হাসেম (৬৪) একই গ্রামের মৃত আবদুল গনির ছেলে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, রায়দুম বাগড়া গ্রামের রুমালি মিয়া বার্ধক্যজনিত কারণে গত ২০১৮ সালের ডিসেম্বরে মারা যান। তার মৃত্যুর পর নমিনি হিসেবে বড় মেয়ে রহিমা খাতুন তিন মাসের টাকা উত্তোলন করেন। ওই টাকা রহিমার স্বামী আবুল হাসেম নিয়ে খরচ করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে মৃত রুমালি মিয়ার ছেলে আবদুস সালামের সঙ্গে ভগ্নিপতি আবুল হাসেমের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এ নিয়ে আবার দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবুল হাসেম ক্ষিপ্ত হয়ে শ্যালককে দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত আবুল হাসেমকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এমজি