নির্বাচনে কোনো অনিয়ম চোখে পড়েনি: সিইসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-০২ ১৪:৫০:৫৫


উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকারের ১০২টি সাধারণ ও উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এই ভোটে কোনো অনিয়ম চোখে পড়েনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, আমরা সকাল থেকে সিসিটিভি ক্যামেরায় যে পর্যবেক্ষণ করছি, আমাদের চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। সুশৃঙ্খলভাবে ভোটকক্ষের নিয়মানুবর্তিতা অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন। সিসিটিভির কারণে পরিপূর্ণ শৃঙ্খলা দেখতে পাচ্ছি।

বুধবার (২ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চারটি পৌরসভার নির্বাচন মনিটরিং করার সময় সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, চারটি পৌরসভায় নির্বাচন আমরা সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করছি। সাত উপজেলায় নির্বাচন হচ্ছে, সেগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়নি। সেগুলোতে ভিডিওকলের মাধ্যমে যোগাযোগ রাখছি।

এম জি