ডিপির নবায়ন ফি কমালো বিএসইসি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-০২ ১৬:৪৭:২৭
স্টক এক্সচেঞ্জের সদস্যদের ডিপি ফি কমিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২৬ অক্টোবর এই সংক্রান্ত নোটিশ জারি করে সংস্থাটি।
বুধবার (২ নভেম্বর) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এতো দিন ডিপির নবায়ন ফি ছিলো ২ লাখ টাকা। আগামীতে এই ফি ৫০ হাজার টাকা।
ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
এম জি