প্রয়োজনের বেশি খাদ্য মজুদ আছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-০২ ১৮:৪৪:০৩


দেশে প্রয়োজনের তুলনায় বেশি খাদ্য মজুদ আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, খাদ্য মজুতদারদের পেছনে কারো ইন্ধন থাকতে পারে। তবে যে বা যারা মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

বুধবার (২ নভেম্বর) জাতীয় সংসদে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তৈরি হওয়া সংকট মোকাবিলায় সরকার প্রস্তুত আছে। দ্রব্যমূল্য স্থিতিশীল ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট দফতরে নজরদারি অব্যাহত রয়েছে।

বিরোধী দলের নেতাকর্মীদের সমালোচনা করে সরকারপ্রধান বলেন, দেশে যখন সংকট চলে তখন বিরোধীদের মধ্যে কোনো উদ্বেগ দেখি না। বরং রাজনৈতিকভাবে সুযোগ নেয়ার চেষ্টা করে। কাউকে এক মুঠো চাল দিয়ে সহায়তা করে না।

এম জি