‘১০ ডিসেম্বর বিএনপির আন্দোলনের পতন ঘণ্টা বাজবে’

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১১-০৪ ১২:৫৭:৫৯


১০ ডিসেম্বরের মহাসমাবেশ ঘিরে বিএনপির হুঁশিয়ারি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের পতনের ধ্বনি নয়, ১০ ডিসেম্বর বিএনপির আন্দোলনের পতন ঘণ্টা বাজবে।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বাড়াবাড়ি করছে, ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটিয়ে বিজয় মিছিল করবে বলে হুমকি দিচ্ছে। সরকারের পতন নয়, বরং আওয়ামী লীগ বিএনপির আন্দোলনের পতনধ্বনি শুনতে পাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ পালাবে না, প্রয়োজনে জেলে যাবে। কিন্তু বিএনপি পালাবারও পথ পাবে না।

কাদের বলেন, সামরিক আমলে সংবিধান বহুবার কচুকাটা হয়েছে। সেই সুযোগ আর নেই। আগামী নির্বাচনও হবে সংবিধান অনুযায়ী। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, বর্তমানে রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় ১০ ডিসেম্বর। সম্প্রতি বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেছিলেন, ১০ ডিসেম্বরের পরে দেশ চলবে খালেদা জিয়ার কথায়। এরপর বিএনপির পক্ষ থেকেও এ বিষয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। সবশেষ গত ২৯ অক্টোবর রংপুরের জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১০ ডিসেম্বরের পরে সরকার পতনের আন্দোলন করা হবে। তিনি বিএনপি নেতাকর্মীসহ দেশবাসীকে সরকার পতনের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। এ নিয়ে গত কয়েক দিন ধরে রাজনৈতি অঙ্গনে উত্তাপ বিরাজ করছে।

এম জি