মালদ্বীপে বাংলাদেশের সেরা এয়ারলাইনসের পুরস্কার পেল ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-০৪ ১৮:৪৫:০২


মালদ্বীপের রাজধানী মালেতে ভয়েজ এশিয়ান ডট নিউজ রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে অন্যতম সেরা এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) মালদ্বীপের রাজধানী মালেতে আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিআইপি সোহেল রানা। আরও উপস্থিত ছিলেন ভয়েজ এশিয়ানের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জুয়েলসহ মালদ্বীপের প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ‘সেরা এয়ারলাইন্স’ এর ক্রেস্ট গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম।

তিনি জানান, ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা শুরু করে দীর্ঘদিনের কষ্ট নিরসন, অন-টাইম ডিপারচারসহ বাংলাদেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখায় ইউএস-বাংলাকে এ পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ১৯ নভেম্বর ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-মালে ফ্লাইট শুরু হয়।

এএ