ছাত্রলীগ নেত্রীকে বিয়ে করলেন গোলাম রাব্বানী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০৪ ২০:২২:১০


বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী বিয়ে করেছেন। পাত্রীর নাম ইসরাত বারী তৃনা। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

তিনি চীন শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী এবং পেশায় একজন চিকিৎসক। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

ইসরাত বারী তৃনা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করে চীনে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করতে চলে যান। সেখানে তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় কনের বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। নতুন দম্পতি ভবিষ্যত জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বিয়ে সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই তাদের শুভকামনা জানিয়েছেন।

গোলাম রাব্বানী রাজধানীর রাজউক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ভর্তি হন তিনি। সেখানে থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।

রাব্বানী বর্তমানে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স পদে কর্মরত রয়েছেন।

এএ