স্বল্পোন্নত-উন্নয়নশীল দেশে শস্য পাঠানোর প্রতিশ্রুতি তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০৪ ২০:৫৬:৫০


স্বল্পোন্নত-উন্নয়নশীল দেশে শস্য ও সার পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। এক্ষেত্রে আফ্রিকার দেশগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অনুন্নত দেশগুলোতে শস্য ও সার পাঠানোর জন্য ইন্দোনেশিয়ায় আসন্ন জি-২০ সম্মেলনে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির আরও শক্তিশালী নিরাপদ করিডোর তৈরি করতে তুরস্ক ও রাশিয়া একমত হয়েছে।

ইন্ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যানস অ্যাসোসিয়েশনের এক্সপোতে বক্তৃতা দিতে গিয়ে এরদোয়ান বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গরিব দেশগুলোতে বিনামূল্যে শস্য পাঠাতে রাজি হয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সোমালিয়া, জিবুতি ও সুদান থেকে শুরু করে খাদ্য সংকট এবং দুর্ভিক্ষের সঙ্গে লড়াই করছে এমন প্রতিটি দেশে শস্যের জাহাজ পৌঁছানো আমরা নিশ্চিত করবো।

এদিকে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির চুক্তিতে পুনরায় অংশগ্রহণে সম্মত হয়েছে রাশিয়া। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা শস্য রপ্তানি চুক্তিতে ফের যোগ দিতে রাজি হয় দেশটি।

সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য কৃষ্ণসাগরের শস্য করিডোর ব্যবহার করা হবে না বলে কিয়েভের কাছ থেকে লিখিত নিশ্চয়তা পেয়েছে মস্কো। এরপর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে রুশ নৌবহরে হামলার পর মস্কো শস্য রপ্তানির চুক্তি থেকে নিজেদের অংশগ্রহণ প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। তারা বলেছিল, কৃষ্ণসাগর দিয়ে বেসামরিক নৌযানের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। কারণ সেখানে নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

এএ