হিলিতে কেজিতে ৬-৮ টাকা কমেছে পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-০৫ ০৯:৩০:৪৮
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের এলসি খোলা নিয়ে জটিলতা কেটে যাওয়ায় পণ্যটির আমদানি বেড়েছে। এতে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় ও ক্রেতা সংকটে আমদানীকৃত ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৬-৮ টাকা। দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষ।
এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, বন্দর দিয়ে ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত। বর্তমানে বন্দরে ইন্দোর জাতের ছোট আকারের পেঁয়াজ ২৯-৩০ টাকা কেজি, যা দুদিন আগে ছিল ৩৫-৩৬ টাকা। এছাড়া একই জাতের বড় আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৩১ টাকা দরে, যা আগে ছিল ৩৮-৩৯ টাকা।
এনজে