ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-০৫ ১০:২২:২৫


নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ১৫পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাক মিলন নামে এক ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। সে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

সৈয়দপুর বিমানবন্দর ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, শুক্রবার (৪ নভেম্বর) রাত আটটা দশ মিনিটে ইউএস বাংলা ফ্লাইটের ঢাকা রুটের যাত্রী ছিলেন আব্দুর রাজ্জাক।

বিমানবন্দরে প্রবেশের পর বোর্ডিং পাস নেয়ার সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তার শরীরে তল্লাশি চালিয়ে ১৫ পিস ইয়াবা পান। এ সময় তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নীলফামারী জেলা কার্যালয়ের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

এম জি