দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-০৫ ১০:৩৯:২৩


বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম রবিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শহরের উত্তর গোদারপাড়া এলাকায়।

নিহত রবিন ওই এলাকার নওশাদ আলীর ছেলে ও টিটিসি বগুড়ার নবম শ্রেণির ছাত্র ছিলেন।

জানা গেছে, ঘটনার আগে রবিন কাজ শেষে তার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধাওয়া করে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু হয়।

উপশহর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুজন মিঞা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। আমরা তদন্ত করছি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এম জি