টি-টোয়েন্টি বিশ্বকাপ
টস জিতে ইংল্যান্ডকে বোলিংয়ে পাঠাল শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-১১-০৫ ১৪:৫১:৩৩
গতকাল আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ শেষ হয়ে গেছে, সেমিফাইনালের আশা নেই এখন আর। তবে ইংল্যান্ডের জন্য এই ম্যাচটা ‘ডু অর ডাই’ ম্যাচ। আজ জিতলেই সেমিফাইনালে চলে যাবে ইংলিশরা। আর হেরে গেলে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া চলে যাবে সেমিফাইনালে।
এমন এক লড়াইয়ে ম্যাচে টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা এবং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (৫ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এই ম্যাচে চোখ থাকবে স্বাগতিক অস্ট্রেলিয়ারও। কারণ আজ শ্রীলঙ্কা যদি ইংলিশদের হারায়, তাহলে অজিরাই যাবে শেষ চারে। আর ইংল্যান্ড জিতলে তারাই যাবে সেমিতে।
ইংল্যান্ড একাদশ:
জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), অ্যালেক্স হেলস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুকস, বেন স্টোকস, স্যাম কারান, ডেভিড মালান, ক্রিস ওকস, আদিল রশিদ ও মার্ক উড।
শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।