ফরিদপুরে খুবই শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১১-০৫ ১৫:৫২:১৩


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ফরিদপুর-২ আসনের নির্বাচনে কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।

সিইসি বলেন, অনিয়ম একেবারেই দেখছি না। খুবই শান্তিপূর্ণভাবে উপনির্বাচন হচ্ছে। তবে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা যাচ্ছে। যেটা আমাদের প্রত্যাশা ছিল, সিসি ক্যামেরায় দেখলাম শান্তিপূর্ণ হচ্ছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে সিসি ক্যামেরার মাধ্যমে ফরিদপুর-২ আসনের উপনির্বাচন মনিটরিং করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিসি ক্যামেরার ‘ইতিবাচক দিক’ রয়েছে দাবি করে তিনি বলেন, সিসি ক্যামেরায় ভোট করা নতুন একটি সংযোজন। যেটা নিয়ন্ত্রণ ও ইলেকটরাল গভার্নেন্সকে আরও বিস্তৃত করবে।

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ হওয়া প্রসঙ্গে সিইসি বলেন, ইসি কেবল বন্ধ হওয়া ৫১টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছে, সিসিটিভি দেখে বাকি ৯৪টি কেন্দ্র বিশ্লেষণ করতে কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে। তারপর সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে।

এমজি