ভোলায় বাস চলাচল শুরু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-০৫ ১৫:৩৮:৫৪
প্রায় ৩০ ঘন্টা পর ভোলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টার পর থেকে ভোলা- চরফ্যাসনসহ সকল রুটে বাস চলাচল শুরু হয়। এতে সড়কপথের যাত্রীদের ভোগান্তি কমে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
ভোলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, দেশের অন্যান্য এলাকায় বাস চলাচল শুরু হওয়ার খবর পেয়ে দুপুর ১২ টার পর এখনাকার শ্রমিকরা (ভোলার শ্রমিকরা) যাত্রী পরিবহন শুরু করেছে। অটোসহ বিভিন্ন যানবাহন সড়কে আগে থেকেই চলাচল করছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বাস জেলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে চরফ্যাসন ও দৌলতখানসহ বিভিন্ন রুটে ছেড়ে গেছে। একইভাবে চরফ্যাসন থেকেও কয়েকটি বাস ভোলার উদ্দেশ্যে ছেড়ে এসেছে।
এদিকে বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে যাত্রীদের মধ্যে। যাত্রীরা জানিয়েছে, এতে তাদের ভোগান্তি কমেছে। এখন আর বাড়তি ভাড়া গুণতে হবে না।
এম জি