দ.আফ্রিকার পরাজয়ে বাংলাদেশের সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০৬ ০৯:৩৭:৩৫


নেদারল্যান্ডসের বিপক্ষে ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৪৫ রান করেছে দ.আফ্রিকা। ১৩ রানে জয়ী হয়ে বাংলাদেশ ও পাকিস্তানের সেমির আশা বাড়িয়ে দিলো নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের হয়ে ব্রান্ডন গ্লোভার ২ ওভারে ৯ রানের বিনিময়ে তুলে নেন দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটারকে। ক্লাসেন ও লিড নেন ২টি করে উইকেট। দ.আফ্রিকার হয়ে সর্বোচ্চ ১৯ বলে ২৫ রান করেন রাইলি রুশো।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার স্টিফেন মাইবার্গ ও ম্যাক্স ওডাউড এর ব্যাটে দারুণ শুরু পায় নেদারল্যান্ডস। ব্যক্তিগত ৩৭ রানে মাইবার্গকে ফিরিয়ে ৫৮ রানে ওপেনিং জুটি ভাঙেন এইডেন মার্করাম। ৯৭ রানের মাথায় কেশব মহারাজের শিকার হয়ে ২৯ রান করে ওডাউড ফিরলে টম কুপার চড়াও হন প্রোটিয়া বোলারদের উপর।

তবে ১৫তম ওভারের শেষ বলে ১১২ রানের মাথায় কুপারকে তুলে নিয়ে আবারও ডাচদের ছন্দপতন ঘটান মহারাজ। ১৯ বলে ৩৫ রান করেন টম কুপার। শেষ দিকে ঝড়ো ব্যাটিং শুরু করেন কলিন অ্যাকারম্যান।

শেষ দুই ওভারে ৩১ রান তুলে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানের পুঁজি গড়ে নেদারল্যান্ডস। অ্যাকারম্যান অপরাজিত থাকেন ৪১ রানে।

এম জি