সূচকের উত্থানে ১ ঘণ্টায় লেনদেন ৪৪৯ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০৬ ১০:৩৭:১৯
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচক বাড়লেও অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৫৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩২০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯ টির, দর কমেছে ৭৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৪৯ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৯৭২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০ টির, দর কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫ কোটি ২৩ লাখ টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস