টি-টোয়েন্টি বিশ্বকাপ
সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে টাইগারদের পুঁজি ১২৭ রান
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-১১-০৬ ১২:১৮:১৬
দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচটি হয়ে গেছে অলিখিত নকআউট। যে দল জিতবে ভারতের সঙ্গে সেমিফাইনালে। আজ রবিবার অ্যাডিলেডে এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। টাইগারদের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন শাহিন শাহ্ আফ্রিদি। তিনি ৪ ওভারে ২২ রান খরচে তুলে নেন ৪ উইকেট।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।