টস জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০৬ ১৪:৪৯:৫০


টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সুপার টুয়েলভের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

রোববার (৬ নভেম্বর) মেলবোর্নে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ভারতের জন্য এটি মূলত নিয়ম রক্ষার ম্যাচ। হারলেও কোনো সমস্যা নেই তাদের। তবে গ্রুপ-‘২’ এর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে জয়ই চাইবে ভারতীয়রা।

ভারত একাদশ : লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি এবং আর্শদিপ সিং।

জিম্বাবুয়ে একাদশ : ওয়েসলি মাধবিরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাভা (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, টনি মুনিয়ঙ্গা, রায়ান বার্ল, তেন্দাই চাতারা, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি।