চিনি রপ্তানির অনুমোদন দিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০৬ ২০:২০:৫৫


২০২২/২৩ অর্থবছরের প্রথম দফায় ৬ মিলিয়ন টন চিনি রপ্তানি করবে ভারত। শনিবার (৫ নভেম্বর) দেশটির সরকার এ অনুমোদন দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

২০২১/২২ অর্থবছরে ১১ মিলিয়ন টনের বেশি চিনি রপ্তানি করে ভারত। দেশটির ইতিহাসে যা সর্বকালের সর্বোচ্চ। আশা করা হয়েছিল, চলতি অর্থবছরের প্রথম দফায় ৮ থেকে ৯ মিলিয়ন টন চিনি রপ্তানির অনুমোদন দেবে কেন্দ্রীয় সরকার।

বিশ্বের শীর্ষ চিনি উৎপাদনকারী ভারত। তবে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশটি।

এক বিজ্ঞপ্তিতে ভারতীয় সরকার জানিয়েছে, গত ৩ বছরে উৎপাদনের ভিত্তিতে মিলগুলোতে ৬ মিলিয়ন টন চিনি বরাদ্দ দিয়েছে নয়াদিল্লি।

শিল্প কর্মকর্তারা আশা করেছিলেন, উৎপাদনের ভিত্তিতে এ অর্থবছরের প্রথম দফায় ৫ থেকে ৬ মিলিয়ন টন এবং দ্বিতীয় ধাপে ২ থেকে ৩ মিলিয়ন টন চিনি রপ্তানির অনুমোদন দেবে সরকার।

তবে প্রজ্ঞাপনে দ্বিতীয় ধাপে ভারত চিনি রপ্তানির অনুমতি দেবে কি না তা নির্দিষ্ট করে বলেনি সরকার। কিন্তু বাণিজ্য ও সরকারি সূত্রগুলো প্রত্যাশা করছে, দেশটিতে চিনির উৎপাদন টানা দ্বিতীয় বছর রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

গত মাসে শীর্ষস্থানীয় একটি ভারতীয় শিল্প পর্ষদ জানায়, গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া মৌসুমে ৩৬ দশমিক ৫ মিলিয়ন টন চিনি উৎপাদনের আশা করা হচ্ছে।

এএ