সড়ক দুর্ঘটনায় গীতিকার-সাংবাদিক ওমর ফারুক বিশালের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১১-০৭ ১৪:৪০:০৮


সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন গীতিকার ও সাংবাদিক ওমর ফারুক বিশাল (২৭)। সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নরসিংদী থেকে মোটরসাইকেলে ঢাকায় ফেরার পথে একটি কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারান তিনি।

দুর্ঘটনায় ওমর ফারুকের এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওমর ফারুকের চাচাতো ভাই মামুন জানান, এক বন্ধুর মোটরসাইকেলে সকালে ঢাকায় রওয়ানা দেন বিশাল। তিনি বসেছিলেন পেছনের সিটে। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মরজাল বাস স্ট্যান্ডের পাশে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি কাভার্ডভ্যান। সেখানেই প্রাণ হারান বিশাল।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে নিয়মিত গান লিখছিলেন ওমর ফারুক বিশাল। ওপার বাংলার শিল্পী অনুপম রায়, বাংলাদেশের তাহসান খানসহ অনেকেই তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন।

তিনি দৈনিক যায়যায়দিন, সমকাল ও বাংলানিউজসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে কাজ করেছেন। একই সময়ে তিনি গান লিখেছেন ও সুর করেছেন।

এম জি