বড় তিন তারকাকে বাদ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০৮ ০৯:১২:৫৩


আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবল। এই আসর সামনে রেখে ১৫ দিন আগেই দল ঘোষণা করেছে ব্রাজিল। সোমবার (৭ নভেম্বর) রাতে কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। এই দলে ডাক পাননি বড় তিন তারকা।

তবে সদ্য ঘোষিত এই দলে রয়েছে বড় একটি চমক। কেননা ২৬ সদস্যের ওই দলে জায়গা হয়নি রবার্তো ফিরমিনোর। লিভারপুলের হয়ে দুর্দান্ত খেলা ফিরমিনোকে রাখেননি তিতে। রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো এবং কোতিনহোকেও বাদ দেওয়া হয়েছে।

আরও বড় চমকের নাম গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। জাতীয় দলে মাত্র তিনটি ম্যাচ খেলা আর্সেনালের এই তারকাকে বিশ্বকাপ দলে সুযোগ দিয়েছেন তিতে। থিয়েগো সিলভার বয়স হলেও তার উপর ভরসা রেখেছেন সেলেকাও বস। এই দলে রয়েছেন বুড়ো আলভেজ।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), দানি আলভেস (পুমাস), থিয়াগো সিলভা (চেলসি), মারকুইনহোস (পিএসজি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ব্রেমার (জুভেন্টাস), অ্যালেক্স টেলেস (সেভিলা), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস)

মিডফিল্ডার: ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), লুকাস পাকেটা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো)

ফরোয়ার্ড: নেইমার জুনিয়র। (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (বার্সেলোনা), অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহ্যাম হটস্পার), পেড্রো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল)।

এএ