নিতাইগঞ্জে কেজিতে ৩-৫ টাকা বেড়েছে ডালের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০৮ ০৯:২৩:১৮
নারায়ণগঞ্জে অবস্থিত দেশের বৃহত্তম পাইকারি বাজার নিতাইগঞ্জে আরেক দফা বেড়েছে ডালের দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের ডালের দামই কেজিতে ৩-৫ টাকা বেড়েছে। তবে দাম বাড়লেও বেচাকেনায় মন্দার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, মফস্বলের ক্রেতারা এখন আর আগের মতো নিতাইগঞ্জ থেকে পণ্য কিনতে আসেন না, ফলে ব্যবসায় মন্দা দেখা দিয়েছে।
বাজার ঘুরে দেখা যায়, দেশী মসুর ডাল পাইকারি বেচাকেনা হচ্ছে ১২৬ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ১২২ টাকা। সে হিসাবে বেড়েছে কেজিপ্রতি ৪ টাকা। দিল্লি সুপার ক্যাঙ্গারু ডালের (৫০ কেজির বস্তা) কেজি ১৩২ টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল ১২৮ টাকা। দিল্লি সুপার ডাল (৩০ কেজির বস্তা) বাজারে বেচাকেনা হচ্ছে ১২৯ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ১২৫ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডালটির দাম বেড়েছে ৪ টাকা।
বোল্ডার বা আস্ত মসুর ডাল নিতাইগঞ্জ বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৯২ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৮৮ টাকা। বোল্ডা বা ভাঙা মসুর ডালের বর্তমান দাম ৮৭ টাকা কেজি, যা সাতদিন আগে ছিল ৮৫ টাকা। সপ্তাহের ব্যবধানে এসব ডালের দাম কেজিপ্রতি বেড়েছে ৩-৪ টাকা।
গত সপ্তাহে যে খেসারি ডাল বিক্রি হয়েছে ৬৮ টাকায়, চলতি সপ্তাহে তার দাম উঠেছে ৭২ টাকায়। মুগডাল বাজারে বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ৭৬-১০১ টাকা কেজি, যা এক সপ্তাহ আগেও ছিল ৭২-৯৬ টাকা। সে হিসাবে দাম বেড়েছে কেজিপ্রতি ৪-৮ টাকা পর্যন্ত।
অ্যাংকর ডাল বাজারে বেচাকেনা হচ্ছে ৬২ টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগেও ছিল ৬০ টাকা। ডাবলিল বর্তমান দাম কেজিপ্রতি ৬১ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫৮ টাকা। অর্থাৎ অ্যাংকর ও ডাবলির দাম কেজিতে বেড়েছে যথাক্রমে ২ ও ৩ টাকা।
বুটের ডালের বর্তমান বাজারমূল্য ৭৬ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ৭৪ টাকা।
নিতাইগঞ্জের ব্যবসায়ী বাসন্তি ট্রেডার্সের স্বত্বাধিকারী বিপ্লব সাহা জানান, মিল থেকে ডালের দাম বাড়িয়ে বেচাকেনা হচ্ছে। মিলমালিকরা বলছেন, বাজারে ডলারের দাম বেশি। তাই তাদের বেশি দামে পণ্য কিনে বিক্রি করতে হচ্ছে। নিতাইগঞ্জের ৭০-৮০টি ডালের মিল বন্ধ হয়ে গিয়েছে। ফলে এখন আমাদের বিভিন্ন করপোরেট কোম্পানি থেকে ডাল কিনে এনে বাজারে বিক্রি করতে হচ্ছে। যার কারণে মিল থেকে যে রেট বেঁধে দেয়া হচ্ছে, সে রেটেই বেচাকেনা করতে হচ্ছে।
এনজে